ক্যাটাগরি

নিরাপত্তা হুমকি: যুক্তরাষ্ট্রের ক্যাপিটল অবরুদ্ধ

ক্যাপিটল
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তিকে তারা
আটক করেছে এবং আহত দুই কর্মকর্তার সঙ্গে তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে। 

এক
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স লিখেছে, শুক্রবার সকালে ওই ঘটনার পর
ক্যাপিটল ভবন এবং কংগ্রেসের অফিস ভবনগুলোতে যাওয়ার সব পথ পুলিশ
আটকে দেয়।   

পুলিশের
কয়েক ডজন গাড়িকে ক্যাপিটলের দিকে ছুটতে দেখা যায়। একটি হেলিকপ্টারও উড়ে যায় উপর দিয়ে। সাধারণ নাগরিকদের সেখান থেকে সরে যেতে বলা হয়। 

গত
৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে ডনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার রক্তাক্ত ঘটনার তিন মাসের মাথায় নতুন করে এ ঘটনা ঘটল।