শনিবার বিজাপুর জেলার এ সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীর আরও কিছু সদস্য আহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) একটি যৌথ বাহিনীর ওপর মাওবাদী নাকশালরা গুলিবর্ষণ করলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
এ ঘটনায় কিছু সন্দেহভাজন মাওবাদী বিদ্রোহীও নিহত হয়েছেন বলে ভাষ্য পুলিশের।
নিরাপত্তা বাহিনীর যৌথ ওই দলটি নাকশালবিরোধী অভিযানে যাওয়ার পর ছত্তিশগড়ের টারেম এলাকায় দু’পক্ষের মধ্যে বন্দুক লড়াই শুরু হয় বলে রাজ্য পুলিশের মহাপরিচালক ডিএম অবস্তী বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন।
শেষ খবর পর্যন্ত গোলাগুলি চলছিল বলে প্রকাশিত প্রতিবেদনগুলো বলা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, মাত্র কয়েকদিন আগে রাজ্যটির নারায়ণপুর জেলায় ডিআরজির ২৭ সদস্যকে বহনকারী একটি বাসে মাওবাদীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত ও আরও ১৪ জন আহত হয়েছিল।
রাজ্যের কাদেনার থেকে কানহারগাও যাওয়ার পথে মাওবাদীরা বাসটি লক্ষ্য করে আইইডির বিস্ফোরণ ঘটিয়েছিল।