ক্যাটাগরি

মেঘনা গ্রুপ নিয়ে এল ডেজার্ট তৈরির বিশেষ দুধ

এক সংবাদ বিজ্ঞপ্তিতে
মেঘনা গ্রুপ জানায়, ডেজার্ট তৈরিতে ঘন ও ননীযুক্ত দুধ অপরিহার্য। এই দুধের চাহিদা পূরণ
করতে তারা ফ্রেশ ডেজার্ট ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার বাজারে এনেছে।

“নিউ জিল্যান্ডের
ফার্ম থেকে সংগ্রহ করা ফ্রেশ ডেজার্ট ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারে আছে ২৮ শতাংশের
বেশি মিল্ক ফ্যাট, যা ডেজার্টকে করে তোলে আরও মজাদার।”

এ দুধ পায়েস, ফিরনি,
দই, মিষ্টি, কাস্টার্ড, ফালুদা, কেক, পুডিংসহ যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার তৈরিতে
‘অত্যন্ত উপযোগী’ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই দুধের ৫০ গ্রাম,
৪০০ গ্রাম, ৫০০ গ্রাম ও ১ কেজির প্যাকেট বাজারে পাওয়া যাচ্ছে বলে মেঘনা গ্রুপ জানিয়েছে।