শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে ‘ছিনিয়ে নেওয়ার পর’ তিনি ঢাকা উদ্দেশ্যে রওনা হয়েছেন।
অন্যদিকে, এ ঘটনার প্রতিবাদে রাত ৮টার দিকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে, গাড়ি ভাংচুর করে সড়ক অবরোধ করে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়েও যায়।
‘ছিনিয়ে নেওয়ার’ আগে ওই রিসোর্টের ভেতরে হেফাজত নেতা মামুনুল হককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল।
এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে হেফাজতে নেতা মামুনুল হককে তাদের (পুলিশের) কাছ থেকে নেয় হেফাজতের লোকজন।
ওই নারী মামুনুল হকের স্ত্রী কি না জানতে চাইলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা দু’জন জানিয়েছেন তারা স্বামী-স্ত্রী।
এ বিষয়ে অতিরিক্তি ডিআইজি জেহাদুল কবীর বলেন, মামুনুল হক ঢাকারউদ্দেশ্যে চলে গেছেন।
“আমরা তাকে গ্রেপ্তার করিনি।”
হেফাজতের লোকজন মামুনুল হককে ছিনিয়ে নিয়ে গেছে কিনা জানতে চাইলে অতিরিক্তি ডিআইজি বলেন, “তার লোকজন এসেছিল। তাদের সঙ্গে তিনি চলে গেছেন।”
ওই নারী এই হেফাজত নেতার স্ত্রী কি-না প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে এটা তার দ্বিতীয় স্ত্রী।
অবরোধ প্রসঙ্গে অতিরিক্ত ডিআইজি জেহাদুল কবীর জানান, মামুনুলকে গ্রেপ্তার করা হয়ে বলে ‘গুজব ছড়িয়ে পড়ায়’ তার সমর্থকরা অবরোধ করেছিল। পরে বুঝতে পেরে তারা অবরোধ তুলে নিয়ে চলে গেছে হেফাজতের নেতাকর্মীরা।
অন্যদিকে, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও জেলার আমীর আব্দুল আউয়ালের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার খাদেম আনোয়ার চৌধুরী ফোন রিসিভ করে জানান, হেফাজত নেতা মামুনুল হককে রাত পৌঁনে ৮টার দিকে উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁয়ের রিসোর্টে নারীসহ ঘেরাও হেফাজত নেতা মামুনুল
“তিনি তার স্ত্রীসহ ঢাকার পথে রওনা হয়েছেন।”
শনিবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টের এক রুমে এক নারীসহ বাংলাদেশ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঘেরাও করে স্থানীয়রা।
রয়্যাল রিসোর্টের ব্যবস্থাপক লাল মিয়া জানান, দুপুরের দিকে মামুনুল হক তাদের রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে ওঠেন। এরপর সেখানে অনেক লোকজন জড়ো হয়। ঘটনাস্থলে ইউএনও, পুলিশসহ অনেকে এসেছেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মামুনুল হক রিসোর্টের ওই রুমেই আটকা ছিলেন।
এ খবর পেয়ে হেফাজতে ইসলামের লোকজনও লাঠিসোঁটা নিয়ে সেখানে ভিড় জমায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং সেখানে ভাঙচুরও করেছে বলে স্থানীয়দের ভাষ্য।