স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার ৫-২ গোলে
হেরেছে প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত হওয়া স্বাগতিকরা।
ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে চেলসি
এগিয়ে যাওয়ার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির অভিজ্ঞ ডিফেন্ডার চিয়াগো সিলভা। প্রথমার্ধে
জোড়া গোলে ওয়েস্ট ব্রমকে এগিয়ে নেন মাথেউস পেরেইরা। দ্বিতীয়ার্ধে সফরকারীদের হয়ে দুই
গোল করেন ক্যালাম রবিনসন, একটি এমবায়ে জিয়াগনি। দ্বিতীয়ার্ধে ম্যাসন মাউন্টের গোল শুধু
ব্যবধানই কমায়।
সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচ পর
হারের তেতো স্বাদ পেল চেলসি, লিগে হারল ১০ ম্যাচ পর।
গত সেপ্টেম্বরে আসরে প্রথম দেখায় নিজেদের
মাঠে চেলসিকে ৩-৩ গোলে রুখে দিয়েছিল ওয়েস্ট ব্রম।
চিয়াগো সিলভার লাল কার্ডে প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় চেলসি।
ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বলের
দখল রাখা চেলসি এগিয়ে যায় ২৭তম মিনিটে। মার্কোস আলোনসোর ফ্রি কিক বাম পোস্টে বাধা পায়।
ফিরতি বল কাছ থেকে জালে পাঠান পুলিসিক।
দুই মিনিট পরই বড় ধাক্কা খায় স্বাগতিকরা।
প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠে ছাড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার
সিলভা।
এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধের
যোগ করা সময়ে দুই গোল করে ওয়েস্ট ব্রম।
চেলসির বিপক্ষে জোড়া গোল করে ওয়েস্ট ব্রমকে এগিয়ে নেন মাথেউস পেরেইরা।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে চেলসির
গোলমুখে উঁচু করে বল বাড়ান সফরকারী গোলরক্ষক স্যাম জনস্টোন। প্রতিপক্ষ ডিফেন্ডারদের
পেরিয়ে বল দখলে নিয়ে সমতা টানেন পেরেইরা। দুই মিনিট পর ডি-বক্সের ভেতর বল পেয়ে ঠান্ডা
মাথায় বাঁ-পায়ের শটে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
এই দুই গোলের মাঝে সফরকারী মিডফিল্ডার
ম্যাট ফিলিপসের শট ক্রসবার কাঁপায়।
৬৩তম মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ
ভলিতে ব্যবধান বাড়ান বদলি খেলোয়াড় রবিনসন। আর ৬৮তম মিনিটে চেলসির কর্নার রুখে পাল্টা
আক্রমণে উঠে দলের চতুর্থ গোলটি করেন জিয়াগনি।
তিন মিনিট পর গোছালো আক্রমণে ব্যবধান
কমায় চেলসি। টিমো ভেরনারের পাস পেয়ে ফাঁকা জালে বল পাঠান মাউন্ট।
সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল চেলসি।
খানিক পর ফাঁকা জালে বল পাঠাতে পারেননি
কুর্ত জুমা। চেলসিও পারেনি আর ঘুরে দাঁড়াতে। উল্টো যোগ করা সময়ের প্রথম মিনিটে পেরেইরার
পাস পেয়ে স্কোরলাইন ৫-২ করেন রবিনসন। চেলসির বিপক্ষে প্রথম দেখায়ও জোড়া গোল করেছিলেন
রিপাবলিক অব আয়ারল্যান্ডের এই ফরোয়ার্ড।
৩০ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে ৫১ পয়েন্ট
নিয়ে তালিকার চতুর্থ স্থানে ২০১৬-১৭ আসরে সবশেষ লিগ জেতা চেলসি।
২১ পয়েন্ট নিয়ে তালিকার ১৯ নম্বরে ওয়েস্ট
ব্রম।