ক্যাটাগরি

ইউআইইউয়ের শিক্ষার্থীদের বেতন-ফি এখন বিকাশে

সম্প্রতি ইউআইইউ
ক্যাম্পাসে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।

অনুষ্ঠানে ভাইস
চ্যান্সেলর ড. চৌধুরী মফিজুর রহমান, ট্রেজারার ড. মীর ওবায়দুর রহমান এবং বিকাশের হেড অব
স্ট্রাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আলী আহম্মেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (এডুকেশন
পেমেন্ট) মাহবুবুর রহমান চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের
৬০০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরণের ফি সহজ, নিরাপদ, সময় ও কম খরচে বিকাশের মাধ্যমে পরিশোধ
করা যাচ্ছে।

বেসরকারি এই
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন যে কোনো ফি পরিশোধে https://ucam.uiu.ac.bd ওয়েবসাইট থেকে বিকাশ
পেমেন্ট গেটওয়েতে বিকাশ নম্বর, টাকার পরিমাণ, ওটিপি ও পিন নম্বর দিয়ে ফি পরিশোধ করতে
পারবেন।

ফি পরিশোধে চার্জ
প্রযোজ্য হবে।