রোববার আসা নমুনা পরীক্ষার
ফলে তার দেহে করোনাভাইরাস পজিটিভ হয়েছে।
জেলা প্রশাসক জানান,
কয়েকদিন ধরে তার শুকনো কাশি হচ্ছিল। দুইদিন ধরে জ্বরও ছিল। ঘুমে সমস্যা হচ্ছিল। এসব
লক্ষণ দেখা দিলে রোববার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় দেন।
ওইদিনই সন্ধ্যায় নমুনায়
করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর পান বলে জানান তিনি।
তিনি এখন হোম আইসোলেশনে
রয়েছেন জানিয়ে বলেন, “পরে পরিবারের অন্যদের নমুনাও সেখানে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।
তাদের রেজাল্ট এখনও পাইনি।”
গত ১৮ ফেব্রুয়ারি সহকর্মীদের
নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসক করোনাভাইরাস ভ্যাকসিনের
প্রথম ডোজ গ্রহণ করেছিলেন।
জেলা প্রশাসকের আক্রান্তের
খবর গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামানও নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন,
রোববার প্রকাশিত তথ্যে গাজীপুরে ২৭২ জনের নমুনায় ৬৪ জনের মধ্যে করোনাভাইরাস পজিটিভ
হয়। এ যাবৎ গাজীপুরে ৮ হাজার ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; আর ৭ হাজার ৩৬৬ জন
রোগমুক্ত হয়েছেন এবং ১৪১ জন মারা গেছেন।