ক্যাটাগরি

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন

রোববার রাত ৯টা ২০ মিনিটের
এ ভূ-কম্পন হয়।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের
ভূকম্পন পর্যবেক্ষণ
কেন্দ্রের সহকারী জহিরুল হক বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১।

“ঢাকা থেকে ৪০৩ কিলোমিটার
উত্তর-উত্তরপশ্চিমে ভুটানে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে
এ ভূকম্পন হয়েছে।”

নওগাঁ সদর মডেল থানার
ওসি নজরুল ইসলাম জুয়েল জানিয়েছেন, প্রায় ৩-৪ সেকেন্ডের ভূমিকম্পে কোনো
ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।