ক্যাটাগরি

সিলেটে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, আটক ২

দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, সোমবার ভোরে লাউয়াই কাশবন আইসক্রিম কারখানার কাছে আব্দুস সবুর মন্টু মিয়ার কলোনিতে তিনি নিহত হন।

নিহত ফরিদুল ইসলাম (২৬) ওই কলোনিতে থেকে রিকশা চালাতেন। তার বাড়ি রংপুর।

ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “কলোনিতে চার রিকশাচালক একসঙ্গে গাঁজা সেবন করছিলেন। তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ফরিদের উরুতে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশ সিলেট থেকে রংপুরের কোতোয়ালি থানা এলাকার মনসুর মিয়ার ছেলে জিয়াউল ইসলাম (৩০) ও একই এলাকার নূরুল ইসলামের ছেলে বুলবুল ইসলামকে আটক করা হয়েছে বলে জানান ওসি।  তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।