ক্যাটাগরি

আমিন জুয়েলার্সের মালিকের মৃত্যু করোনাভাইরাসে

সিরাজুল ইসলামের সহকারী একান্ত সচিব আসাদুল করিম জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়লে তাকে সেখানে ভর্তি করা হয়েছিল।

তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনের বর্তমান সংসদ সদস্য মনজুর হোসেন, সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোমবার দুপুরে ঢাকার বনানীতে জানাজা শেষে বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে জানান আসাদুল করিম।