চলতি মৌসুম শেষেই শেষ হবে বার্সেলোনার সঙ্গে ছয়বারের বর্ষসেরা ফুটবলারের চুক্তির মেয়াদ। গত মৌসুম শেষে ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও থেকে যান কাম্প নউয়ে।
আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়ানোর ইচ্ছার কথা প্রকাশ্যেই জানিয়েছে পিএসজি। এমনকি তার প্যারিসে যাওয়ার সম্ভাবনা নিয়ে এর আগে করা দি মারিয়ার মন্তব্যের সূত্র ধরে ক্ষোভ প্রকাশ করেছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান।
দ্বিতীয় মেয়াদে কাতালান ক্লাবটির সভাপতি হয়ে আসা হুয়ান লাপোর্তা অবশ্য আশাবাদী, কাম্প নউয়েই থেকে যাবেন মেসি।
সম্প্রতি বিন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দি মারিয়া বলেন, ক্লাবে মেসিকে সতীর্থ হিসেবে পেলে খুশি হবেন তিনি।
“আমার পুরো ক্যারিয়ারে যা যা দেখেছি, তাতে আমার মনে হয়, লিও যেন অন্য গ্রহের ফুটবলার। তাকে (ক্লাব পর্যায়ে) সতীর্থ হিসেবে পেলে দুর্দান্ত হবে।”
“কিন্তু সে এখনও বার্সেলোনার খেলোয়াড়, সেখানে তার চুক্তি আছে। এরপর আমরা দেখব।”
মেসির সঙ্গে তার নিয়মিত কথা হয় বলেও জানান দি মারিয়া।
“তার সঙ্গে অনেক কথা বলি। তাকে সবসময় বলি, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ও তার পরিবারের সুখে থাকা।”