সোমবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি নতুন
সেতুর ওপর এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (৫৬) উপজেলার বালুয়া বাজারের ইউসুফ আলীর ছেলে এবং পেশায়
রড ব্যবসায়ী।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, সোমবার দুপুর ২টার দিকে
জাহিদুল একটি রিকশাভ্যানে কাটাখালি নতুন সেতুর ওপর দিয়ে পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে
একটি ট্রাক রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে জাহিদুল রিকশাভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই
মারা যান।
পুলিশ ট্রাকটি আটক করেছে। জাহিদুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।