ক্যাটাগরি

চাঁদপুরে চাল ময়দা চিনি আলু নিয়ে ৫টি ট্রলার ডুবি

ডাকাতিয়া নদীতে পুরাণবাজারে ভূঁইয়ার ঘাটে রোববার রাতে এ
ট্রলারডুবিতে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের বড় অংকের ক্ষতি হয়েছে।

পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাহাঙ্গীর
হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে শ্রমিকদের
সহায়তায় নিমজ্জিত ট্রলারের মালামাল উদ্ধার করা হয়।

এদিকে, ব্যবসায়ীরা জানান, রোববার রাতে হঠাৎ কালবৈশাখীর ঝড়
শুরু হয়। ভূঁইয়ার ঘাটে নোঙর করা ২টি চালের, ২টি ময়দা-চিনির এবং ১টি আলুর ট্রলার ডুবে
যায়।

এতে চাল ব্যবসায়ী নেপাল সাহা, গোপাল সাহা, বসু পোদ্দার,
চাঁনতারা, পরেশ মালাকার, উৎপল, ময়দা ব্যবসায়ী রফিক স্টোর এবং আলু ব্যবসায়ী মনির
ঢালীর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তারা।

পুরানবাজারের ব্যবসায়ী দুলাল মৃধা বলেন, ট্রলারে আমাদের
১শ’ বস্তা আলু ছিল। কিছু আলু ঘরে তুলতে পেরেছি। আর বাকি সব ট্রলারের সাথে নদীতে
ডুবে গেছে।

পুরাণবাজার লেবার সমিতির নেতা বাবুল দেওয়ান বলেন, ঝড়ে
আমাদের অফিসের টিনগুলো সব উড়িয়ে নিয়ে গেছে।

ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, পুরাণবাজারে দীর্ঘদিন যাবৎ
ট্রলার ভিড়িয়ে মালামাল উঠানোর জন্য কোনো জেটি কিংবা পল্টুন নেই। শ্রমিকরা জীবনের
ঝুঁকি নিয়ে সিঁড়ি বেয়ে মালামাল উপরে ওঠায়। জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা প্রতিশ্রুতি
দিয়েও এ বিষয়ে কেউ কোনো ব্যবস্থা নেননি।

সামনে বর্ষাকালে আরও বড় বিপদ আসতে পারে শঙ্কা তার।