জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার তার পদোন্নতির প্রজ্ঞাপন জারি করেছে।
জাফর উদ্দীন ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন। তার আগে তিনি ২০১৯ থেকে ২০১৯ পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব ছিলেন। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট ও সমষ্টিক অর্থনীতি) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন তার আগে।
নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহা-হিসাব রক্ষক হিসেবে ১৯৮৮ সালে কর্মজীবন শুরু করেন জাফর উদ্দীন।
বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদাধিকার বলে বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ অ্যারোমা টি কোম্পানির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এছাড়া তিনি বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের সহসভাপতি এবং ভোক্তা অধিকার পরিষদ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।