শ্রমিকদের
নিরাপত্তার ব্যবস্থা না করে ঝুঁকিপূর্ণভাবে কাজ করানো হচ্ছিল বলে দাবি করেছেন জেলা
ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম।
নিহত
সরোয়ার আলীর বাড়ি সদর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুড়ন্তপুর গ্রামে।
শ্রমিক
ইউনিয়নের সভাপতি আব্দুল করিম বলেন, সোমবার বেলা ১টার দিকে শহরের হাসপাতাল এলাকায় একটি
ভবনে নির্মাণকাজের জন্য মাটি খুঁড়ছিলেন শ্রমিকরা। এ সময় ওপর থেকে খোলা মাটি ধসে পড়লে
কয়েকজন আহত হন।
খবর
পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে
গেলে চিকিৎসক সরোয়ারকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর
পৌরসভার মেয়র মাহফুজুর রহমান বলেন, “শ্রমিকদের অসর্তকতার কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে।”
তবে
জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম দাবি করেন, “শ্রমিকদের নিরাপত্তার কোনো
ব্যবস্থা না করে ঝুঁকিপূর্ণভাবে কাজ করানো হচ্ছিল। ফলে মাটি কাটার সময় ওপরের মাটি ধসে
চাপা পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে।”
তিনি
এ ঘটনার জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন।