কেন্দ্রীয় ব্যাংক রোববার এক সার্কুলারে এ সুবিধা দিয়েছে। একই সঙ্গে ক্রেডিট কার্ডে বিল জমা দেওয়ার সময় পাঁচ দিন বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বিকাশ ও রকেটের মত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস
(এমএফএস) দাতা প্রতিষ্ঠানগুলোর গ্রাহকরা কিছুটা বাড়তি সুবিধা পাবেন।
বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার ফলে গ্রাহকরা মাসে ৪০ হাজার
টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন চার্জ ছাড়া। মাসিক লেনদেনের সীমাও বাড়ানো হয়েছে দুই
লাখ টাকা পর্যন্ত।
সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে মোবাইলের আর্থিক সেবার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে মাসে দুই লাখ টাকা লেনদেন করতে পারবে। আগে যা ছিল ৭৫ হাজার টাকা।
এছাড়া ব্যক্তি হতে ব্যক্তির (পি-টু-পি) ক্ষেত্রে মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত চার্জবিহীন লেনদেন করা যাবে।
চার্জবিহীন পি-টু-পি একক লেনদেনের সর্বোচ্চ সীমা ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ একবারে ১০ হাজার টাকা পাঠানো যাবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, ‘লকডাউন’ পরিস্থিতিতে এক ব্যাংক একাউন্ট থেকে আরেক ব্যাংক একাউন্টে অনলাইনে রিয়েল টাইমে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে টাকা পাঠাতে হবে।