ক্যাটাগরি

সাংবাদিক রফিকুল আলম মারা গেছেন

রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর হাসপাতালে ৭০ বছর বয়সী জ্যেষ্ঠ এই সাংবাদিকের মৃত্যু হয় বলে তার ছোট ভাই মো. জাহিদুল আলম জানান।

কয়েক দশকের সাংবাদিকতা জীবনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রবীন সদস্য  রফিকুল আলম দৈনিক খবর, আজকালের খবরসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

সর্বশেষ তিনি দৈনিক সমাচারের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সাত ভাই এক বোনের মধ্যে তৃতীয় রফিকুল আলমের এক মেয়ে। তার দেশের বাড়ি বিক্রমপুর জেলায় হলেও তিনি গাজীপুরে বসবাস করতেন।

জাহিদুল আলম জানান, তার ভাই দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত বুধবার থেকে জ্বরে আক্রান্ত ছিলেন। রোববার বাথরুমে পরে গিয়ে আঘাত পেলে তাকে সন্ধ্যায় গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

রাতেই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বলেও জানান জাহিদুল।

সোমবার বাদ জোহর গাজীপুরের এ পি আই ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে গাজীপুর কবরস্থানে সমাহিত করা হবে বলেও জানান তিনি।