ক্যাটাগরি

মহামারীতে ম্যানচেস্টার সিটির বিশাল অঙ্কের ক্ষতি

ক্লাবের ওয়েবসাইটে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে সিটি জানায়, ২০১৯-২০ মৌসুমে তাদের আয় ১১ শতাংশ কমে ৪৭ কোটি ৮৪ লাখ পাউন্ডে নেমেছে।

বিশ্ব জুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে গত বছরের মার্চে বন্ধ হয়ে গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। তিন মাস পর খেলা পুনরায় শুরু হয় দর্শকশূন্য মাঠে।

ম্যাচ ডে ও ব্রডকাস্টিংয়ে আয় কমে যাওয়ায় বেড়েছে ক্ষতির পরিমাণ। তবে কিছুটা আশার আলোও দেখছে ক্লাবটি। মৌসুম শেষ হয়েছিল স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে। তাই প্রিমিয়ার লিগের প্রায় এক চতুর্থাংশ ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের শেষ দিকের ম্যাচগুলোর আয় যোগ হবে পরবর্তী অর্থবছরের হিসাবে।

এছাড়া খেলোয়াড় বিক্রি থেকে প্রাপ্ত আয়ও যোগ হয়নি গত মৌসুমের হিসাবে। গণমাধ্যমের খবর অনুযায়ী, লেরয় সানেকে তারা বায়ার্ন মিউনিখের কাছে বিক্রি করেছিল সাড়ে ৪ কোটি ইউরোয়।

এসব কারণে ২০২০-২১ মৌসুমে তাদের আয় বাড়বে বলে আশা করছে সিটি।