ক্যাটাগরি

করোনাভাইরাস: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঁচ মৃত্যু

সোমবার সন্ধ্যা থেকে
মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত এ পাঁচজন রোগী মারা যান বলে জানান
হাসাপতালের সিনিয়র কনসালটেন্ট আবদুর রব মাসুম। 

ডা. রব জানান, মারা
যাওয়াদের বয়স ৫০ থেকে ৮৫ বছরের মধ্যে। করোনাভাইরাস ছাড়া তাদের অন্যান্য শারীরিক সমস্যাও
ছিল।

চট্টগ্রাম জেনারেল
হাসপাতালে বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত রোগী ভর্তি আছে ৯৫ জন।   

এদিকে চট্টগ্রাম সিভিল
সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাসে
আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪৯৪ জন। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন
একজন।

জেনারেল হাসপাতালে
মারা যাওয়া পাঁচজনের মধ্যে একজনের তথ্য গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে আছে। বাকিদের তথ্য
পরবর্তী ২৪ ঘণ্টার হিসাবে যুক্ত হবে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে
নমুনা পরীক্ষা হয়েছে দুই হাজার ৫৪০ জনের। এর মধ্যে করোনাভাইরাসে সংক্রমিত পাওয়া গেছে
৪৯৪ জনের। এর মধ্যে মহানগরীর ৪৩৯ জন এবং উপজেলার রয়েছে ৫৫ জন।

এ পর্যন্ত চট্টগ্রামে
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৩০১ জন এবং মারা গেছে ৩৯৬ জন।