ক্যাটাগরি

করোনাভাইরাস: বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করছে পুলিশ

মঙ্গলবার নগরীর কর্ণফুলী সিডিএ মার্কেটে ডবলমুরিং থানা পুলিশ বাজার ব্যবস্থাপনার কার্যক্রম চালু করেছে।

এর অংশ হিসেবে তিন ফুট দূরত্ব রেখে পুরো বাজারে বৃত্ত আঁকা হয়েছে।
পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার সকালে এ কার্যক্রম  উদ্বোধন করেন নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাঁচা বাজার থেকে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি
বেশি থাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গতবছর করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর নগরীর বিভিন্ন কাঁচা বাজার খোলা স্থানে সরিয়ে নেয়া হয়েছিল।

এরমধ্যে রেয়াজউদ্দিন বাজারের খুচরা মাছ সবজি বিক্রেতাদের রেল স্টেশন পার্কিং এলাকায় এবং চকবাজারের মাছ ও সবজি বিক্রেতাদের প্যারেড মাঠে বসার ব্যবস্থা করেছিল পুলিশ। তবে কিছু দিন পর তারা নিজেদের জায়গায় ফিরে যায়।

এবার অবশ্য এখনও এমন উদ্যোগের
কথা শোনা যায়নি।