ক্যাটাগরি

কু‌মিল্লায় নয় বছরের ‌শিশুকে ‘ধর্ষণ’: মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মঙ্গলবার ওই শিক্ষককে
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার বিল্লাল
হোসেন (২৭) নাঙ্গল‌কোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের শুভপুর ওয়াছাকিয়া কুরআনিয়া
মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। তিনি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মানিকছড়ি
ইউনিয়নের চেংগুচড়া গ্রামের আবুল কালামের ছেলে। 

নাঙ্গল‌কোট থানার ওসি
বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে শিক্ষক বিল্লালকে তাৎক্ষনিকভাবে
গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।

গত সোমবার বিকেলে শিক্ষক
বিল্লাল হোসেন মাদ্রাসায় ওই শিশুটিকে এক কক্ষে নিয়ে ধর্ষণ করেন।

গুরুতর অসুস্থ অবস্থায়
শিশুটিকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মামলার বিবরণ ও শিশুর
বাবা জানান, শুভপুর গ্রামের কাজী বাড়ির সামনে দোচালা বিশিষ্ট ওয়াছাকিয়া কুরআনিয়া
মাদ্রাসা ও এতিম খানায় প্রতিদিনের মত তার মেয়েটি দুপুরে পড়তে গিয়েছিল।