ডেইলি শপিং বলছে, এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাস এই ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটা করলে ক্রেতা পাবেন ‘নিশ্চিত পুরস্কার’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেইলি শপিং জানিয়েছে, পুরস্কার হিসেবে আড়াই লাখ টাকার কেনাকাটায় থাকছে ভিশন ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, দুই লাখ টাকার কেনাকাটায় ভিশন হট এন্ড ওয়ার্ম ওয়াটার পিউরিফায়ার, দেড় লাখ টাকার জন্য ভিশন ইলেকট্রিক ওভেন, ৯০ ও ৭৫ হাজার টাকার জন্য যথাক্রমে তিন হাজার ৬০০ টাকা ও তিন হাজার টাকার ক্যাশ ভাউচার।
যতজন ক্রেতা ওই পরিমাণ পণ্য কিনবেন, ততজনই পুরস্কার পাবেন। একজন ক্রেতা একাধিক পুরস্কারও পেতে পারেন।
ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার গালিব ফাররোখ বখত্ বলেন, “সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে সাত দিনের লকডাউন জারি করা হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার জন্য সরকার নির্ধারিত সময় পর্যন্ত ডেইলি শপিং খোলা থাকছে।
“আমরা ক্রেতাদের সুবিধার জন্য হোম ডেলিভারির পরিসরও বাড়িয়েছে। ক্রেতারা নিজ নিজ এলাকায় থাকা ডেইলি শপিং এর শোরুমে ফোন করে পণ্যের অর্ডার করতে পারবেন।”