ক্যাটাগরি

নাটোরে ‘বোনের হাতে’ ভাই খুন, আটক ২

মঙ্গলবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের চকপাড়া গ্রামে
এ ঘটনার পর নিহতের সৎ বোন ও ভাইকে আটক করেছে পুলিশ।

নিহত মনিরুল ইসলাম (৩৫) চকপাড়া গ্রামের সিরাজ ঢাকালের ছেলে।

আটক তার বোন উম্মেহানি (৩২) এবং ভাই মানিক হোসেন (৪০)।

বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল হক জানান, মনিরুল তার বড়ভাই মানিকের কাছ
থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন। ধার পরিশোধ না করায় তাদের মধ্যে দ্বন্দ্ব হয়।

এর জেরে মনিরুলের একটি ছাগল নিয়ে বেঁধে রাখেন মানিকের স্ত্রী শরিফা বেগম।

এ নিয়ে তর্কের এক পর্যায়ে উপস্থিত সৎ বোন উম্মেহানি লাঠি দিয়ে মনিরুলের
মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মারা যান।

লাশ ময়না তদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।