রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এ র্যালি বিভিন্ন রাস্তা পরিভ্রমণ করে এসে সমাবেশ করে। সুবর্ণজয়ন্তী উদযাপনে কেন্দ্র থেকে একটি কমিটির অপেক্ষায় থাকা নেতা-কর্মীরা এক ধরনের হতাশার মধ্যেই এ কর্মসূচি পালন করলেন।
স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এ র্যালির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাঈদুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ।
তিনি দাবি করেন, “মুক্তিযুদ্ধের বিরোধিতা করায় মোদীকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই মোদী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকায় এসে সংবর্ধনা পেলো। এভাবেই শেখ হাসিনা এবং তার দল যে একাত্তরেও মুক্তিযুদ্ধের পক্ষে ছিলো না তারই প্রমাণ পেল বাংলার মানুষ।”
সমাবেশে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, নিউ ইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন, স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুল্লাহ, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলম। সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
আয়োজনে নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদি ফোরামের নেতা নাসিম আহমেদ, স্টেট বিএনপির ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক দেওয়ান কাওসার, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর, মার্শাল মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান ও এম এ মান্নান।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |