বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আর্চারির রিকার্ভ পুরুষ এককের শেষ ষোলো থেকে রোমান
সানাকে ছিটকে দেওয়া জুয়েল খানও পাননি পদকের দেখা। তামিমুল ইসলামকে হারিয়ে সেরা হয়েছেন
রাম কৃষ্ণ সাহা।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে মঙ্গলবার ৬-৫ (১০-০৯) ব্যবধানে জিতে
সেরা হন কৃষ্ণ। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন সাকিব মোল্লা।
আর্চারির ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ জিতে বাংলাদেশকে
টোকিও অলিম্পিকের টিকেট এনে দেওয়া রোমান সানা বাংলাদেশ গেমসে শেষ করলেন পদকশূন্য হয়ে।
গত এসএ গেমসে হ্যাটট্রিক সোনা জেতা এই আর্চার ব্যর্থতার দায় কিছুটা দিলেন ভাগ্যের উপর।
“এলিমিনেশন ও র্যাঙ্কিং রাউন্ডে ভালো করলেও নকআউট পর্বে এসে পারিনি। সত্যি বলতে
ভাগ্য পক্ষে ছিল না। এই পর্বে আত্মবিশ্বাসেরও অভাব ছিল।”
“ফুটবল, ক্রিকেট কিংবা আর্চারি যেই খেলারই খেলোয়াড় হোক না কেন, সবারই খারাপ সময়
যায়। আমারও তেমনই যাচ্ছে। তবে আত্মবিশ্বাস আছে দ্রুত আগের ফর্মে ফিরতে পারব।”
মেয়েদের রিকার্ভ এককে নাজমিন খাতুনকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন নাসরিন
আক্তার। ৬-৪ সেট পয়েন্টে শ্রাবণী আক্তারকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন মেহেনাজ আক্তার মনিরা।
কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিবকে ১৪৮-১৪১ স্কোরে হারিয়ে সোনা জিতেছেন
অসীম কুমার দাস। এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন আশিকুজ্জামান।
পুষ্পিতা জামানকে ১৪৭-১৪১ ব্যবধানে হারিয়ে মেয়েদের কম্পাউন্ড এককে সেরা হয়েছেন
রোকসানা আক্তার। এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন বন্যা আক্তার।
রিকার্ভ পুরুষ দলগত বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৬-০
সেট পয়েন্টে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবকে হারিয়ে সোনা জিতেছে। বিকেএসপিকে ৫-৩ ব্যবধানে
হারিয়ে এ ইভেন্টে মেয়েদের বিভাগে সেরা হয়েছে পুলিশ আর্চারি ক্লাব। রিকার্ভ মিশ্র দ্বৈতে
সেরা হয়েছে বিকেএসপি।
কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ঢাকা আর্মি আর্চারি ক্লাব ২২৬-২২১ ব্যবধানে
বাংলাদেশ আনসারকে হারিয়ে সোনা জিতেছে। ব্রোঞ্জ পেয়েছে পুলিশ আর্চারি ক্লাব। এ ইভেন্টের
মেয়েদের সোনা জিতেছে ঢাকা আর্মি আর্চারি ক্লাব; তারা ২২৩-২২২ ব্যবধানে বাংলাদেশ আনসারকে
হারিয়েছে।
কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে বিকেএসপিকে ১৪৮-১৪৫ স্কোরে হারিয়ে সেরা হয়েছে বাংলাদেশ
আনসার। এ ইভেন্টে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ১৫০-১৩৩ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ
পেয়েছে ঢাকা আর্মি আর্চারি ক্লাব।