ক্যাটাগরি

পূর্বাঞ্চলে ইউক্রেইনের ২ সৈন্য নিহত: সামরিক বাহিনী

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছে সেনা সমাবেশ গড়ে তুলছে বলে অভিযোগ করেছে কিয়েভ। একই সময় দেশটির পূর্বাঞ্চলে ইউক্রেইনের সরকারি বাহিনীগুলোর ওপর বিচ্ছিন্নতাবাদীদের হামলার খবরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এ পরিস্থিতিতেই মঙ্গলবার বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দুই সৈন্য নিহত হওয়ার কথা জানাল দেশটির সামরিক বাহিনী।

এ ঘটনা ওই অঞ্চলের বাড়তে থাকা উত্তেজনায় আরও ইন্ধন যোগাবে বলে আশঙ্কা পর্যবেক্ষদের। 

নেটো বলেছে, উইক্রেইনের ডনবাস অঞ্চলের কাছে রাশিয়ার সেনা সমাবেশে তারা উদ্বিগ্ন।

এই অঞ্চলে ইউক্রেইনের সেনাদের সঙ্গে দেশটির রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের লড়াই চলছে। কিয়েভের হিসাবে ২০১৪ সাল থেকে চলা এ লড়াইয়ে এ পর্যন্ত ১৪ হাজার লোক নিহত হয়েছে। 

ওই অঞ্চলে শান্তি চুক্তি বাস্তবায়নের ব্যর্থতার জন্য মস্কো ও কিয়েভ একে অপরকে দায়ী করে আসছে।

সোমবার মস্কো বলেছে, ইউক্রেইনের সঙ্গে তাদের সীমান্ত অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর গতিবিধি ইউক্রেইন বা অন্য কারও জন্য কোনো হুমকি নয়, রাশিয়ার সৈন্যদের গতিবিধি তাদের দেশের ভেতরেই সীমাবদ্ধ আছে তাই এতে কোনো সমস্যা নেই।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং নেটো সামরিক জোট ইউক্রেইনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে।