ক্যাটাগরি

মাগুরায় সড়কে প্রাণ গেল অগ্রণী ব্যাংক কর্মকর্তার

মঙ্গলবার রাতে ফরিদপুর মেডিকেল হাসপালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু
হয়।

নিহত নজরুল ইসলাম (৫০) এজিএম পদমর্যাদায় অগ্রণী ব্যাংকের মাগুরা শাখা প্রধান
হিসেবে কর্মরত ছিলেন।

সদর থানার ওসি জয়নাল আবেদীন সড়ক দুর্ঘটনায় এ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
খবর জানিয়েছেন।

অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার অভিক মজুমদার জানান, ঝিনাইদহ শহরে তার বাড়ি
থেকে প্রতিদিন বাসে করে কর্মস্থল মাগুরা যাওয়া-আসা করতেন তিনি।

লকডাউনের কারণে বাস বন্ধ থাকায় মঙ্গলবার বিকেলে তিনি কর্মস্থল থেকে ঝিনাইদহে
মোটরসাইকেলে করে ফিরছিলেন।

বিকেল ৬টার দিকে মাগুরা-ঝিনাইদ সড়কের মাগুরা সদরের ইছাখাদা এলাকায় তাকে
বহনকৃত মোটরসাইকেলটির সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ
হয়।

এতে গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল ভর্তি করা হয়।
তার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।