ক্যাটাগরি

‘লকডাউনে’ চালু কওমিসহ সব মাদ্রাসা বন্ধের নির্দেশ

এ বিষয়ে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, “সরকারি নির্দেশ সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে কিছু আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা এখনও খোলা রয়েছে মর্মে জানা যায়, যা বর্তমান কোভিড পরিস্থিতিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

“পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতিমখানা ব্যতীত কওমিসহ সকল আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা বন্ধ রাখার অনুরোধ করা হল। এ নির্দেশ পালনে কোনো শৈথিল্য প্রদর্শন করা যাবে না।”

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার।

এক বছর পর গত মার্চে শিক্ষা প্রতিষ্ঠান চালুর পরিকল্পনার কথা জানানো হলেও মহামারী পরিস্থিতির অবনতি হওয়ায় সে সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার।

২৯ মার্চ প্রজ্ঞাপন জারি করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।