মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন, নৌ-পরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত দল ঘটনাস্থল
পরিদর্শন করেছে।
জেলা প্রশাসনের তদন্ত কমিটির আহবায়ক জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট খাদিজা
তাহেরা ববির নেতৃত্বে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খাদিজা তাহেরা ববি সাংবাদিকদের বলেন, “তদন্ত কমিটি সোমবার থেকে কাজ শুরু
করেছে। সকল দিক বিবেচনা করে তদন্তের কাজ শুরু করেছি।”
সাত সদস্যের এ তদন্ত কমিটি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন
জমা দেবে বলে তিনি জানান।
নৌ-পরিবহন মন্ত্রণালয় গঠিত সাত সদস্যের তদন্ত কমিটির আহবায়ক নৌ মন্ত্রণালয়ের
যুগ্ন সচিব আব্দুল ছাত্তার শেখ সাংবাদিকদের বলেন, “আমরা তদন্তের কাজ শুরু করেছি। আগামী
৮ এপ্রিল বেলা ১১টায় দুর্ঘটনাস্থলে গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিতে দুর্ঘটনায় নিহত
পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ করা হবে।

তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ ও ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করার পাশাপাশি
ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানোর উপায় বিষয়ে সুপারিশ করবে বলে তিনি জানান।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক সাংবাদিকদের বলেন, মঙ্গলবার
ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত আরও পাঁচজনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। উদ্ধার হওয়া
লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন মুন্সিগঞ্জ সদরের দক্ষিণ ইসলামপুরের নূরুল আমিনের ছেলে তানভীর
হোসেন, মালপাড়ার সিরাজ হোসেনের ছেলে রিজভী, মাধ্যকোড পাড়ার মতিউর রহমান কাজীর ছেলে
জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) অফিস সহায়ক ইউসুফ কাজী, রাজধানীর মিরপুর ১১ এলাকার
সিরাজুল ইসলামের ছেলে সোহাগ হাওলাদার।

তাদের প্রত্যেকের পরিবারকে মরদেহ হস্তান্তর করার সময় ২৫ হাজার টাকা করে
জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
গত রোববার সন্ধ্যা ৬টার দিকে বিআইডব্লিউটিএ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া
যাত্রীবাহী লঞ্চ এমভি সাবিত আল হাসানকে শহরের কয়লা ঘাট এলাকায় একটি কার্গো জাহাজ এসকেএল-৩
বেপরোয়াভাবে পেছন থেকে ধাক্কা দিলে লঞ্চটি ডুবে যায়। লঞ্চের অনেকে সাঁতরে তীরে উঠতে
সক্ষম হলেও নিখোঁজ থাকেন অনেকে। পরে ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।
সোমবার বিকালে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের পর অভিযান সমাপ্ত ঘোষণা করেছে
জেলা প্রশাসন।

লঞ্চ ডুবির ঘটনায় জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী
ববিকে আহবায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে আগামী ৫ কার্য
দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা)
রফিকুল ইসলামকে আহবায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ওই কমিটিকে আগামী ৫ কার্য
দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।