ক্যাটাগরি

সাঁতারে নৌবাহিনীর কাজলের আরেকটি রেকর্ড

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে মঙ্গলবার ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে ২ মিনিট ১৩.৪৯ সেকেন্ড সময় নিয়ে কাজল ভেঙেছেন ২০১৯ সালে নৌবাহিনীর আরেক সাঁতারু আরিফুল ইসলামের গড়া রেকর্ড (২ মিনিট ১৪.৭৪ সেকেন্ড)।  এ ইভেন্টে রুপা জয়ের পথে পুরনো রেকর্ড ভেঙ্গেছেন সেনাবাহিনীর জুয়েল আহমেদও। তার টাইমিং ২ মিনিট ১৩.৮৬ সেকেন্ড। এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন নৌবাহিনীর পলাশ চৌধুরী।

সোমবার ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন কাজল। সেনাবাহিনীর জুয়েলের ২০১৯ সালে গড়া রেকর্ড (২ মিনিট ১১.৫৭ সেকেন্ড) ভেঙেছেন তিনি।

২ মিনিট ৪০.৫৪ সেকেন্ড সময় নিয়ে নারীদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে সোনা জিতেছেন নৌবাহিনীর সোনিয়া খাতুন। নৌবাহিনীর মরিয়ম আক্তার (২ মিনিট ৪২.৩২ সেকেন্ড) রুপা ও সেনাবাহিনীর নাঈমা আক্তার (২ মিনিট ৪৭.৭৬ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।

নারীদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে নৌবাহিনীর মাহফুজা খাতুন শীলা ৩৫.৮৪ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। তার নৌবাহিনী সতীর্থ মরিয়ম আক্তার (৩৫.৯৭ সেকেন্ড) রুপা ও মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ইরফানা খাতুন (৪২.১১ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।

ছেলেদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে নৌবাহিনীর আরিফুল (৩০.০৭ সেকেন্ড) সোনা জিতেছেন। সেনাবাহিনীর সুকুমার রাজবংশী (৩০.৩৫ সেকেন্ড) রুপা ও সেনাবাহিনীর কামাল হোসেন (৩১.০৮ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।

৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ ৪ মিনিট ৪৮.৫৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। রুপা জয়ী নৌবাহিনীর কাজল মিয়া ৪ মিনিট ৫৫.৯৪ সেকেন্ড সময় নেন। ব্রোঞ্জ জয়ী নৌবাহিনীর আরেক সাঁতারু পলাশ চৌধুরীর টাইমিং ছিল ৫ মিনিট ০.৮৩ সেকেন্ড।

নারীদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে সোনা জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। এ জন্য তার সময় লেগেছে ৫ মিনিট ৪৯.১৬ সেকেন্ড। রুপা জয়ী সেনাবাহিনীর নাঈমা আক্তারের সময় লেগেছে ৫ মিনিট ৫৭.১৩ সেকেন্ড। ব্রোঞ্জ জয়ের পথে নৌবাহিনীর মরিয়ম আক্তারের টাইমিং ছিল ৬ মিনিট ১০.০৫ সেকেন্ড।

ছেলেদের ১০০ মিটার মিডলে রিলে ইভেন্টে সোনা জয়ের পথে নূরে আলম, শফিকুল ইসলাম, মাহমুদুন্নবী নাহিদ ও মাহফিজুর রহমান সাগরকে নিয়ে গড়া নৌবাহিনী দল সময় নেয় ৪ মিনিট ০.৭৪ সেকেন্ড। জুয়েল আহমেদ, সুকুমার রাজবংশী, জামরুল ইসলাম ও সিফাত উল্লাহকে নিয়ে গড়া সেনাবাহিনী দল ৪ মিনিট ৯.০৯ সেকেন্ড সময় নিয়ে রুপা পেয়েছে। ব্রোঞ্জ পাওয়া কিশোরগঞ্জের ভাটি বাংলা সুইমিং ক্লাবের টাইমিং ৪ মিনিট ৩৭.৭১ সেকেন্ড।

নারীদের ১০০ মিটার মিডলে রিলে ইভেন্টে নৌবাহিনীকে সোনা এনে দিয়েছেন যুথি আক্তার, মাহফুজা খাতুন শীলা, সোনিয়া খাতুন ও সোনিয়া আক্তার (৫ মিনিট ০.৯০ সেকেন্ড)। প্রিয়াংকা, নাঈমা আক্তার, ফাতেমা আক্তার ও শারমিন সুলতানা ৫ মিনিট ১৬.৩৮ সেকেন্ড সময় নিয়ে রুপা এনে দিয়েছেন সেনাবাহিনীকে। ৫ মিনিট ২১.৯৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছে মুক্তি খাতুন, মুক্তা খাতুন, সুমি খাতুন ও সুমাইয়া খাতুনকে নিয়ে গড়া বাংলাদেশ আনসার।