ক্যাটাগরি

স্ত্রীর গলার চেইন উদ্ধার করতে গিয়ে ছুরিতে আহত এএসআই

মঙ্গলবার রাতে নগরীর ডবলমুরিং থানার বাদামতলী মোড়ে এ ঘটনায় গণপিটুনিতে আহত হয়েছে ছিনতাইকারীও।

আহত পুলিশ সদস্যের নাম কামাল হোসেন। তিনি চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে এএসআই হিসেবে কর্মরত আছেন।

গণপিটুনিতে আহত ছিনতাইকারী রাজু আহমেদ সুমন (২০) পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্তানকে নিয়ে রিকশায় ছিলেন এএসআই কামালের স্ত্রী। আর পেছনে বাইকে ছিলেন তিনি।

“বাদামতলী মোড়ে ছিনতাইকারী রাজু রিকশায় থাকা কামালের স্ত্রীর গলার চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় কামাল তাকে ধাওয়া করে ধরে ফেলেন। এসময় রাজু পকেট থেকে ছুরি বের করে কামালের বাম হাতের কব্জিতে আঘাত করে।”

ওসি জানান, স্থানীয়রা এসময় ছিনতাইকারী রাজুকে ধরে গণপিটুনি দেয়। পুলিশ গিয়ে দুইজনকে উদ্ধার করে হাসাপাতালে পাঠায়।

ছিনিয়ে নেওয়া চেইনটি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।