বুধবার বেলা ৩টার দিকে মুরারীপুরের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।তিনি হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আনসার আলী। নিহত আরেকজন নারী বলে জানালেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রুহুল কুদ্দুস বলেন, “চাঁপাইনবাবগঞ্জ থেকে অটোরিকশায় করে তিনজন রাজশাহী যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি চালক ও এক নারী মারা যান।”
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে বলে জানান তিনি। ।