আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান।
ছবি: প্রতীকী
এলাকাবাসী জানায়, বাজারের একটি দোকানে বিদ্যুতের তার ছিঁড়ে আগুন ধরে যায়। দ্রুতেই তা আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, “ডিইপিজেড ও ধামরাই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১০টি দোকান পুড়ে গেছে।”
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।