উবারের পক্ষ
থেকে একটি জনসংযোগ প্রতিষ্ঠান বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য
জানিয়েছে।
উবারের
মুখপাত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, “বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সড়ক পরিবহন
কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনা মেনে আমরা উবারএক্স, প্রিমিয়ার এবং ভাড়া হিসাবে
গাড়ি পরিষেবা আবার চালু করেছি। আমরা বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জিং সময়ে
রাইডারদের জন্য নিরাপদ এবং নির্ভরযোগ্য গতিশীলতার বিকল্পগুলিতে সেবা সহজতর করবে।”
ছবি- রয়টার্স
তবে উবার
মুখপাত্র মোটর সাইকেলে রাইড শেয়ারিং সেবা চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
গত ৩১ মার্চ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক চিঠিতে রাইড শেয়ারিং সেবার
কোম্পানিগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) মোটর সাইকেলে
রাইড শেয়ারিং সেবা নিষেধাজ্ঞা কার্যকর হবে।
পাশাপাশি
অন্যান্য মোটরযানে রাইড শেয়ারিং সেবার ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুযায়ী
কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়।
করোনাভাইরাসের
মহামারী নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় বুধবার থেকে
সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
এই সংক্রান্ত খবর