ক্যাটাগরি

এএফসি কাপ: কিংসের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মাজিয়া স্পোর্টস

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে
হচ্ছে না এবারের আসর। ‘ডি’ গ্রুপের খেলাগুলো হবে মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে।

গত জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালা লামপুরে ড্র অনুষ্ঠিত হয়। বসুন্ধরা
কিংস ও মাজিয়া স্পোর্টসের গ্রুপে আছে মোহন বাগান ও দক্ষিণাঞ্চলের প্লে-অফের জয়ী দল।

আগামী ১৭ মে বসুন্ধরার প্রতিপক্ষ দক্ষিণাঞ্চলের প্লে-অফের জয়ী দল।
গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ২০ মে ভারতের মোহন বাগানের মুখোমুখি হবে অস্কার
ব্রুসনের দল।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এএফসি কাপ বাতিল করে দিয়েছিল
এএফসি। সেবার নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের দল টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল
বসুন্ধরা কিংস।

দেশের আরেক দল আবাহনী লিমিটেডকে গ্রুপ পর্বে খেলতে হলে পার হতে হবে
প্লে-অফের বৈতরণী। দক্ষিণ এশিয়া জোনে ভুটানের থিম্পু সিটি ও মালদ্বীপের ঈগলস ম্যাচের
জয়ী দলের বিপক্ষে আগামী ১৪ এপ্রিল প্রথম ম্যাচ খেলবে মারিও লেমোসের দল।

এএফসি কাপের ডি গ্রুপের সূচি:

তারিখ/বার

প্রতিপক্ষ

১৪ মে, শুক্রবার

মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন

১৭ মে, সোমবার

দক্ষিণাঞ্চলের প্লে-অফের জয়ী দল

২০ মে, বৃহস্পতিবার

মোহন বাগান