ক্যাটাগরি

কুমিল্লা বিসিকে কারখানায় বিস্ফোরণ, আহত ৪

জেলা ফায়ার সার্ভিসের সহকারী
পরিচালক জসিম
উদ্দিন জানান,
কারখানার তিনতলা
ভবনের দোতালায়
বুধবার সকাল
১০টার দিকে
এই বিস্ফোরণ ঘটে।

খবর পেয়ে তারা
গিয়ে আহত
চারজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠান জানিয়ে তিনি বলেন, বিস্ফোরণে কারখানার
দ্বিতীয় তলার পশ্চিম পাশের দেয়াল ভেঙে
পড়ে। দেয়াল ও কাচের আঘাতে
তারা আহত হন।

“কারখানা কর্তৃপক্ষের
দাবি, এসি
থেকে বিস্ফোরণ হয়েছে।”

ভবনের ক্ষতি ও দোতলায়
মজুদ রাসায়নিক
পদার্থ পর্যবেক্ষণ করে বিস্ফোরণের সম্ভাব্য
সব কারণ
খতিয়ে দেখা
হবে বলে তিনি জানান।

আহতরা হলেন- কারখানার
কর্মচারী আল-আমিন,মকুল, সন্ধ্যারানী
আর পরিচ্ছন্নতাকমী শামিমা আক্তার,
জানিয়েছেন কারখানার যন্ত্রপাতি বিভাগের
ব্যবস্থাপক সুমন চন্দ্র দত্ত।