গত ২৯ ডিসেম্বর লা লিগায় এইবারের বিপক্ষে ম্যাচে বাঁ হাটুতে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন কৌতিনিয়ো। এরপর ২ জানুয়ারি তার অস্ত্রোপচার হয়। তিন মাসের মধ্যে তার মাঠে ফেরার সম্ভাবনার কথা বলা হয়েছিল গণমাধ্যমে।
হাঁটুর অবস্থা পরীক্ষার জন্য কিছুদিন আগে কাতারে গিয়েছিলেন কৌতিনিয়ো। স্প্যানিশ গণমাধ্যমে খবর আসে, আবারও অস্ত্রোপচার করা লাগতে পারে। তবে এই ধরনের খবর তখন উড়িয়ে দেয় বার্সেলোনা।
গত ২৯ মার্চ চিকিৎসার পরবর্তী ধাপ চালিয়ে নিতে তার ব্রাজিল যাওয়ার বিষয়টি জানিয়েছিল কাতালান ক্লাবটি। বেলো হরিজন্তের একটি ক্লিনিকে ব্রাজিল দলের চিকিৎসক লাসমার সোমবার কৌতিনিয়োর দ্বিতীয় অস্ত্রোপচারটি করেন।
বার্সেলোনা বিবৃতিতে তার হাঁটুতে অস্ত্রোপচারের কথা জানালেও ২৮ বছর বয়সী এই ফুটবলার কবে নাগাদ মাঠে ফিরতে পারেন, তা জানানো হয়নি।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তেকে লাসমার বললেন, চলতি মৌসুম তো বটেই, জুনের কোপা আমেরিকাতেও কৌতিনিয়োর ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি।
“আমি বলতে পারি সে কোপা আমেরিকায় ফিরতে পারবে না।”
এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে তিন গোল করার পাশাপাশি দুটিতে সহায়তা করেছেন তিনি।