তিনি এখন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান। এ বছরের সেপ্টেম্বরে দলের শীর্ষপদে তার চলতি মেয়াদ শেষ হবে।
তার আগেই সুগা আগাম নির্বাচন ডেকে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে জাপানি সংবাদমাধ্যম আসাহির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার গভীর রাতে টেলিভিশনের এক অনুষ্ঠানে সুগা এলডিপির নেতৃত্ব নির্বাচনের আগে ‘পার্লামেন্ট বিলুপ্তের’ সম্ভাবনা আছে বলে জানান।
চলতি মাসে যুক্তরাষ্ট্রে নির্ধারিত সফর শেষে ফিরেই জাপানি প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন ডেকে দিতে পারেন বলে বেশ কিছুদিন ধরেই জাপানের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ভাসছিল।
দেশটিতে সর্বশেষ ২০১৭ সালে পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন হয়েছিল; চলতি বছরের অক্টোবরের আগে সেখানে নির্বাচনের বাধ্যবাধকতা না থাকলেও জাপানের প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় পার্লামেন্ট বিলুপ্ত করে দিয়ে আগাম নির্বাচনের ডাক দিতে পারেন।
২০১৯ সালে জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব কাউন্সিলরসের নির্বাচন হয়েছে; প্রধানমন্ত্রী নিম্নকক্ষ ভেঙে দিয়ে আগাম নির্বাচন ডাকতে পারলেও উচ্চকক্ষ বিলুপ্ত করতে পারেন না। উচ্চকক্ষের নির্বাচিতদের মেয়াদ ৬ বছর, নিম্নকক্ষের নির্বাচিতদের ৪ বছর।
প্রতি ৩ বছর পর পর উচ্চকক্ষের অর্ধেকের মতো আসনে নির্বাচন হয়।
“এলডিপির নেতা নির্বাচনের আগে পার্লামেন্ট ভেঙে দেওয়ার একটি সুযোগ অবশ্যই আছে,” মঙ্গলবার রাতে টেলিভিশনের অনুষ্ঠানে সুগা এমনটাই বলেছেন বলে জানিয়েছে আসাহি।
গত বছরের সেপ্টেম্বরে সুগা ক্ষমতাসীন দলের প্রধান নির্বাচিত হন, দায়িত্ব বুঝে নেন বিদায়ী প্রেসিডেন্ট শিনজো আবের কাছ থেকে।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আবে গত বছর দলীয় প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রীত্বও ছেড়ে দিয়েছিলেন।