ক্যাটাগরি

ফরিদপুরে আগুন-হামলা: আসামি ৩-৪ হাজার

সালথা থানার ওসি মো. আসিকুজ্জমান জানান, মামলায় ৮৮ জনের নাম উল্লেখসহ আরও তিন থেকে চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা
হয়েছে। এসআই মিজানুর রহমান মঙ্গলবার রাতে
এই মামলা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের লোকজন রামকান্তপুর এলাকায় লকডাউন
বাস্তবায়ন করতে গেলে স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে বিভিন্ন সরকারি দপ্তরে হামলা
চালিয়ে আগুন দেওয়া হয়।

পুলিশ গুলিতে মৃত্যুর গুজব ছড়িয়ে ওই হামলা চালানো হয় বলে পুলিশসহ
স্থানীয়দের ভাষ্য। এ সময় জুবায়ের হোসেন (২০) নামে এক তরুণ আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায়
মারা যান।

ওসি বলেন, এ ঘটনায় এসআই মিজানুর রহমান মঙ্গলবার রাতে ৮৮ জনের নাম উল্লেখসহ আরও তিন থেকে চার হাজার অজ্ঞাতনামা
ব্যক্তিকে আসামি দেখিয়ে
মামলা করেছেন। এ
ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করেছে পুলিশ।
অন্যদের আটকের চেষ্টা চলছে।

তবে মামলায় কী অভিযোগ আনা হয়েছে তা বলতে চাননি তিনি।