ক্যাটাগরি

বরিশালে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বুধবার বেলা ১২টার দিকে সদর উপজেলার টুমচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী টুমচর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিল (৫২) ও মোটরসাইকেল চালক মো. আলাউদ্দিন (২০)।

আহত হেলাল উদ্দিনকে (৪৫) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহত আলাউদ্দিনের ছেলে বলে পুলিশ জানায়।

ওসি বলেন, জলিল, আলাউদ্দিন ও হেলাল মোটরসাইকেলে করে বরিশাল শহরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা কংক্রিট বোঝাই একটি ট্রলির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে মাদ্রাসা সুপার জলিল ঘটনাস্থলেই নিহত হন। পরে আলাউদ্দিনকে  আহত অবস্থায় উদ্ধার করে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।”