মুম্বাই ইন্ডিয়ান্স আর রোহিত শর্মা আইপিএলে হয়ে উঠেছেন যেন প্রতিশব্দ। টুর্নামেন্টের
সফলতম দল মুম্বাই, সফলতম অধিনায়ক রোহিত। এই দলের হয়েই তিনি পাঁচবার উঁচিয়ে ধরেছেন ট্রফি।
রাহুল চাহারও ক্রমে হয়ে উঠেছেন এই দলের গুরুত্বপূর্ণ অংশ। সবশেষ দুই আসরে
দলের টানা দুই শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। ২০১৯ আসরে নেন তিনি ১৩ উইকেট, ২০২০ আসরে
১৫ উইকেট।
এবারের আসর শুরুর আগেও বেশ আত্মবিশ্বাসী রাহুল। ট্রফি হাতে রোহিতের ছবি
এখনই চোখে ভাসছে ২১ বছর বয়সী এই লেগ স্পিনারের।
“ আমি আত্মবিশ্বাসী যে মুম্বাই ইন্ডিয়ান্স ষষ্ঠ শিরোপা জিতবে। ছেলেরা যেভাবে
পারফর্ম করছে এবং যেমন ফর্মে আছে, বিশেষ করে রোহিত ভাইয়া, হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া,
ইশান কিষান ও সূর্যকুমার, দল দারুণ শক্তিশালি।”
“ টানা তৃতীয় আর সবমিলিয়ে ষষ্ঠ শিরোপা জয়ে এই দলই ফেবারিট। আমি নিশ্চিত,
এবার রোহিত ভাইয়া শিরোপার ছক্কা মারবেন।”
এবারের আসরের প্রথম ম্যাচে শুক্রবার চেন্নাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের
মুখোমুখি হবে রোহিত-রাহুলের মুম্বাই।