ক্যাটাগরি

সাভারে গামের্ন্টস মালিকের বাড়িতে ডাকাতি

বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ।

আগে গভীর রাতে ডিসান গামের্ন্টসের ব্যবস্থাপনা পরিচালক আহছান
মিয়ার বাড়িতে এ ডাকাতি হয়। তিনি বিজিএমই এর স্টান্ডিং কমিটিরও (ডিআইএফই) চেয়ারম্যান।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ডাকাতি
হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় আহছান মিয়া বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত
অভিযোগ দিয়েছেন।

আহছান মিয়া বলেন, রাত আনুমানিক ২টার দিকে ১০ থেকে ১২ জনের
মুখোশ পরা একদল ডাকাত সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকে।

“পরে বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙে ঘরে ঢুকে আমাকে ও আমার
মা মল্লিকা বানুকে (৯০) অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।”

ডাকাতরা চাবি নিয়ে সিন্দুক, আলমারি ও ওয়ারড্রপ খুলে হিরার
আংটি, স্বর্ণালঙ্কার, রৌপ্যসহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়।
ঘণ্টাব্যাপী এ লুটপাটের সময় পুরো বাড়ি তছনছ করে ডাকাতরা বলেন তিনি।

ডাকাতরা চলে যাওয়ার পর তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে
তাদের উদ্ধার করে।

ওই রাতে বাড়িতে মা ও ছেলে ছাড়া পরিবারের অন্য সদস্যরা ঢাকার
বাড়িতে ছিলেন।