এক বিবৃতিতে বুধবার বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি।
২০১৫ সালে জার্মানির দল ভলফসবুর্ক থেকে সিটিতে যোগ দিয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও চারটি লিগ কাপ জিতেছেন ২৯ বছর বয়সী ডে ব্রুইনে। নতুন চুক্তির পর ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে নিজের অনুভূতি জানান তিনি।
“সিটিতে যোগ দেওয়ার পর থেকে…আমি খুব স্বাচ্ছন্দ্যে আছি। আমি এখানকার সমর্থকদের ভালোবাসি। আমার পরিবার এখানে, ম্যানচেস্টারে তারা ভালো আছে এবং আমার খেলারও অনেক উন্নতি হয়েছে।”
সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ২৫৫ ম্যাচে ৬৫ গোল করার পাশাপাশি ১০৫ গোলে সহায়তা করেছেন ডে ব্রুইনে।