সোমবার তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপালে ভর্তি করা হয়েছে বলে জানান তার ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।
নূর উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কবরীকে কেবিনেই অাক্সিজেন দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
সোমবার তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান তিনি।
১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় জীবন শুরুর পর ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘অধিকার’, ‘বেঈমান’, ‘অবাক পৃথিবী’, ‘সোনালী আকাশ’, ‘দীপ নেভে নাই`র মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী।
২০০৬ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়।
`এই তুমি সেই তুমি`নামে দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ করছেন কবরী।