বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, নতুন করে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন।
সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) আসিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই হাজার ৩৮৬ নমুনা পরীক্ষায় ৪৭৩ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে নগরীর ৩৯০ জন এবং ১৪ উপজেলায় রয়েছে ৮৩ জন।
চট্টগ্রাম ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে মহানগরী এলাকার পাঁচজন এবং উপজেলার একজন আছেন। এর মধ্যে পুরুষ দুইজন এবং নারী চারজন। এদের বয়স ৫৩ থেকে ৮৫ বছরের মধ্যে।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৬ জনে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩ হাজার ১৮৮ জন।