ক্যাটাগরি

কোভিড: চট্টগ্রামে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫৯৮ জন

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর ১০টি এবং ১৪ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকাদানশুরু হয়।

দ্বিতীয় ডোজের সঙ্গে কেন্দ্রগুলোতে প্রথম ডোজের টিকাদানও চলছে বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।

সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আসিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমদিনে চট্টগ্রাম মহানগরীতে দুই হাজার ৬৩ জন এবং ১৪ উপজেলায় দুই হাজার ৫৩৫ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, বৃহস্পতিবার চট্টগ্রামে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮০১ জন। এর মধ্যে মহানগরীর ৫০০ জন এবং উপজেলাগুলোতে ৩০১ জন।

এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন মোট চার লাখ ৩৫ হাজার ৪১৬ জন।

চট্টগ্রামে টিকার প্রথম ডোজের জন্য এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে পাঁচ লাখ ২১ হাজার ১৬৫ জন।