ক্যাটাগরি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আরও ৮টি আইসিইউ শয্যা

বৃহস্পতিবার চট্টগ্রাম-৯
আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসব শয্যার উদ্বোধন করেন। এ
নিয়ে জেনারেল হাসপাতালে আইসিইউ শয্যা ১৮টি হল।

এর আগে গত বছরের এপ্রিলে
কোভিড-১৯ চিকিৎসার বিশেষায়িত জেনারেল হাসপাতালে ভেন্টিলেটরসহ ১০টি আইসিইউ শয্যা চালু
হয়েছিল।

নওফেল উদ্বোধনী অনুষ্ঠানে
বলেন, “কোনো কিছু না থাকা থেকে এখন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ একটি
বিশেষায়িত কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়েছে। এক বছরে যুগান্তকারী পরিবর্তনের জন্য
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।”

নওফেল বলেন, “যখনই
জেনারেল হাসপাতালে এসেছি এইখানে স্বাস্থ্যসেবার সাথে জড়িত সকলকে পেয়েছি। অনেক জায়গায়
চিকিৎসক-নার্সের সংকট থাকলেও সবসময় এইখানে স্বাস্থ্যসেবার সাথে জড়িতদের উপস্থিতি আমি
দেখেছি। তার জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ। গত বছর করোনার প্রকোপ যখন শুরু হয়েছিল তখন
স্বাস্থ্যসেবার যে সংকট ছিল তা অনেকটা কেটে গেছে। এখন প্রায় সকল বেসরকারি হাসপাতালে
করোনা রোগী ভর্তি করা হচ্ছে।”

বৃহস্পতিবার চালু হওয়া
আটটি আইসিইউ শয্যা প্রায় পাঁচ বছর গুদামে পড়েছিল। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য
২০১৫ সালে অন্যান্য যন্ত্রপাতির সঙ্গে এই আটটি শয্যা কেনা হয়। তবে কেনাকাটায় দুর্নীতির
অভিযোগে মামলা হওয়ায় সেগুলো আর চালু করা হয়নি।

গত বছর চট্টগ্রামে
আইসিইউর শয্যা সংকটের বিষয়টি আলোচনায় আসে। তখন চট্টগ্রামের কয়েকজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর
বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এই আটটি শয্যা চালুর উদ্যোগ নেন।

জেনারেল হাসপাতালের
সিনিয়র কনসালটেন্স আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উচ্চ আদালত থেকে এই
আটটি শয্যা চালুর বিষয়ে নির্দেশনা পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আইসিইউগুলো চালু হলে
রোগীরা সেবা পাবে, এটাই বিবেচ্য।

“আগামীকাল (শুক্রবার)
বেডগুলোর এরেঞ্জমেন্টসহ যাবতীয় বিষয় দেখে রোগী ভর্তি শুরু করা হবে।”

বৃহস্পতিবার জেনারেল
হাসপাতালে আগে থেকে চালু থাকা ১০টি শয্যার মধ্যে নয়টিতে রোগী ভর্তি ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম সিটি
করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত
সিভিল সার্জন ডা. আসিফ খান, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদুৎ বড়ুয়া,
জেনারেল হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. রাজদীপ বিশ্বাস, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর
জহর লাল হাজারী, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত প্রমুখ।