ক্যাটাগরি

নারায়ণগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা

বন্দর থানার ওসি
দীপকচন্দ্র সাহা জানান, বুধবার রাত
সাড়ে ১১টার
দিকে মদনপুর
সাইরাগার্ডেন এলাকায় তারা হতাহত হন।

নিহত জুয়েল হোসেন
বন্দর উপজেলার
কান্দিরপাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন,
দীর্ঘদিন ধরে
এলাকায় আধিপত্য
বিস্তার নিয়ে
জুয়েলের পরিবারের সঙ্গে এলাকার এক ব্যক্তির
বিরোধ চলছে। এর জেরে রাতে তাকে
একা পেয়ে
কুপিয়ে বাম
হাত বিচ্ছিন্ন
করা হয়। এতে ঘটনাস্থলেই
তার মৃত্যু
হয়।

এর জেরে জুয়েলের লোকজন
প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালালে সংঘর্ষ
বাধে।

ওসি বলেন, সংঘর্ষে উভয়
পক্ষের আটজন
আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে
পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য
নারায়ণগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো
হয়েছে। হত্যার সঙ্গে
জড়িতদের গ্রেপ্তারের
চেষ্টা করছে
পুলিশ। আর
মামলা দায়েরের
প্রস্তুতি চলছে ।