ক্যাটাগরি

নারায়ণগঞ্জে হেফাজতের সাতজন আটক

বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার
জায়েদুল আলম এ নেতাকর্মীদের আটকের কথা জানান।

তিনি বলেন, সোনারগাওয়ের এক
মাদ্রাসায় হেফাজতের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে খবর পায় পুলিশ। পরে সেখানে অভিযান
চালিয়ে সাতজনকে আটক করা হয়।

“তারা সবাই হেফাজতের নেতা-কর্মী।”

তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া
যায়নি।

গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টের এক রুমে
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে স্থানীয় লোকজন।
পরে পুলিশ গিয়ে মামুনুলকে জিজ্ঞাসাবাদের সময় তার অনুসারীরা ওই রিসোর্টে হামলা
চালিয়ে ভাংচুর চালিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।

পরে হেফাজতের নেতাকর্মীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। ভাংচুর করে শতাধিক যানবাহন।
স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ও ভাংচুর করেছে।

পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে
সরিয়ে দেওয়ার চেষ্টা করলে হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ ৪
শতাধিক শর্টগান ও টিয়ারশেল ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

হেফাজত কর্মীদের সোনারগাঁ
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান
ও রয়েল রিসোর্ট ভাংচুরের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। ওই তিন মামলায় হেফাজতে
ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকও আসামি। এছাড়া পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করা
হয়।

আগেই এ সব মামলার এজহারভূক্ত তিনজনকে
গ্রেপ্তার করা হয়।