চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের
প্রথম লেগে ৩-২ গোলে জেতে পিএসজি। আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার তৃতীয় মিনিটে দলকে এগিয়ে
নেন এমবাপে। ২৮তম মিনিটে ব্যবধান বাড়ান মার্কিনিয়োস। এরিক মাক্সিম চুপো-মোটিং ও টমাস
মুলারের গোলে ম্যাচে ফেরে সমতা। পরে তরুণ ফরাসি ফরোয়ার্ডের দ্বিতীয় গোলে ১৯৯৪ সালের
পর প্রথম বায়ার্নকে তাদেরই মাঠে হারায় ফরাসি চ্যাম্পিয়নরা।
বিটি স্পোর্টসকে ২২ বছর বয়সী এমবাপে
জানান, নয়ারের বিপক্ষে নিজের সামর্থ্যের পরীক্ষা দিতে উন্মুখ ছিলেন তিনি।
“বিশ্বের সেরা খেলোয়াড়ের বিপক্ষে খেলতে আমি
ভালোবাসি এবং মানুয়েল নয়ার খেলাটির ইতিহাসের সেরা গোলরক্ষকদের একজন।”
গত আসরের ফাইনালে জার্মান দলটির বিপক্ষে
১-০ গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল পিএসজির। সেই ম্যাচে গোলের পথ বের করতে পারেননি এমবাপে।
এবার পারলেন, চেনা পথে এগিয়ে যেতে যান আবারও।
“আমি তার (নয়ার) বিপক্ষে ফাইনালে খেলেছিলাম,
কিন্তু গোল করতে পারিনি। এবার দুই গোল করেছি। আরও একবার তার বিপক্ষে খেলব। আশা করি,
আবারও গোল করতে পারব।”
আগামী মঙ্গলবার ফিরতি লেগে মুখোমুখি
হবে দল দুটি।